মৌলভীবাজার

শ্রীমঙ্গলে মেডিকেল কলেজ চাইলেন এমপি শহীদ

জাতীয় সংসদের চলতি অধিবেশনে মৌলভীবাজার-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি তার নিজ নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন।

আজ রবিবার বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন, তার এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় ৩৫৮ একর জমি রয়েছে। সেখানে একটি মেডিকেল কলেজ অথবা একটি হাসপাতাল অথবা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে জায়গা ক্রয় কিংবা অধিগ্রহণ করার প্রয়োজন হবে না। তাই এখানে একটি মেডিকেল কলেজ করার প্রস্তাব রাখেন তিনি।

তিনি বাজেট বক্তৃতায় আরও বলেন, তার এলাকায় সন্তোষজনক উন্নয়ন হয়েছে। খুব সুন্দর রাস্তাঘাট করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ক্যাটসআই দিয়ে ওয়ান্ডলাইফ, মানুষ ও গাড়ি চলাচলে নিরাপদ করে দেয়া হয়েছে। এছাড়া চা শ্রমিক সন্তানদের জন্য ২৫ কোটি টাকা দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় করে দেয়া হচ্ছে। এর আগে চা বাগানে প্রাথমিক বিদ্যালয় করে দেয়া হয়েছে।

Back to top button