মৌলভীবাজার

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত ১৭ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এসব তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, করোনা পজিটিভদের আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও পৌরসভা সূত্রে জানা যায়, গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্রীমঙ্গলে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি দলকে চিহ্নিত করা হয়। ঈদুল ফিতরের সময় তারা বাড়ি গিয়েছিলেন। এরপর শ্রীমঙ্গলে চাপাইনবাবগঞ্জফেরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এরপর গত সোমবার মৌলভীবাজার পৌরসভার বড়কাপন ও শহরতলির চাঁদনীঘাট এলাকার চারটি কলোনি থেকে স্বাস্থ্য বিভাগের তিনটি দল চাঁপাইনবাবগঞ্জফেরত ৬৩ জনের নমুনা সংগ্রহ করে।

মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবেদা বেগম জানান, পৌরসভার মেয়র ও প্রশাসনের সহযোগিতায় লাল পতাকা দিয়ে কলোনিগুলো লকডাউন করা হয়েছে।

Back to top button