বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনায় বৃদ্ধের মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মৃত্যুবরন করেছেন। মৃত বৃদ্ধের নাম আকবর আলী তিনি মাথিউরা ইউনিয়নের বাহাদুরী বাড়ির এলাকার অধিবাসী। তিনি সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান (ইন্না…রাজিউন)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আকবর আলীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, সিভিল সার্জন অফিস থেকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া বৃদ্ধ আকবর আলী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল বৃদ্ধের দাফন সম্পন্ন করেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।