কমলগঞ্জে বিষপানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১ জুন) রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সবার অজান্তে গত ৩০ মে সকাল ১০টায় বিষপান করলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়।
রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল টুটুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছে, পরিবারের সবার অজান্তে ঘরে থাকা ঔষধি বিষপান করলে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থা টুটুলের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।