মৌলভীবাজার

মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসে জুয়েলারি কর্মচারীর আত্মহত্যা

মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসে দীপ্ত বণিক (২৫) নামে জুয়েলারি দোকানের এক কর্মচারী আত্মহত্যা করেছেন।‌ সোমবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের মৃত সেবাল চন্দ্র বণিকের ছেলে। মাকে নিয়ে পশ্চিমবাজার এলাকার একটি বাসায় ভাড়াটিয়া থাকতেন দীপ্ত। তার দুলাভাই দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ। সেই সুবাদে ছাত্রাবাসে দীপ্ত আসা যাওয়া করতেন।
পারিবার ও হোস্টেল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীপ্ত বণিক আত্মহত্যা করেছেন।

ঘটনার দিন দুপুরে ছাত্রাবাসের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা লাগানো দেখেন অন্যরা। পরে এক শিক্ষকের সহযোগিতায় দরজা ভেঙে রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দীপ্তকে দেখতে পান তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। পরিবারের কেউ বলতে পারছে না কী কারণে আত্মহত্যা করেছে দীপ্ত। তবে আমরা আরো অনুসন্ধান করব। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Back to top button