কুলাউড়ায় ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

ণীঊজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার সময় নাজির উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ মে) দুপুরে কুলাউড়া সদর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার এসআই মো. হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করেন। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বিদ্যালয়ে যান তিনি। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলের পার্শ্ববর্তী একটি রাস্তায় তাকে গতিরোধক করে গাজিপুর এলাকার মাসুক মিয়ার ছেলে নাজির উদ্দিন।
সেখান থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাকালে তাকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন, এ ঘটনায় কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।