জুড়ী

জুড়ীতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ী রেখে পালিয়েছে ইয়াবাচক্র

মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের ধাওয়া খেয়ে একটি সংঘবদ্ধ ইয়াবাচক্র গ্রামের ভিতর রাস্তার পাশে গাড়ী রেখে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে

শনিবার(২২ শে মে) রাত আনুমানিক ৩ টার সময় জুড়ী থানা পুলিশের টহল দল এস আই জামাল এর নেতৃত্বে জুড়ী ফুলতলা সড়কের কাপনাপাহাড় চৌমোহনীতে একটি চকলেট রঙের কারিনা কার গাড়ী সিলেট-ভ –১১-০০১৯ কে সিগনাল দেন।গাড়ীটি পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত জুড়ীর দিকে চলে আসলে পুলিশ তাদেরকে পিছন দিকে ধাওয়া দেয়।অপর দিকে জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী আরেকটি পুলিশের দল নিয়ে বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে পুলিশের ভ্যান গাড়ী দিয়ে রাস্তা ব্লক করে দিলে ইয়াবাচক্রটি গাড়ী নিয়ে বিশ্বনাথপুর গ্রামের রাস্তায় ঢুকে পড়ে।পুলিশের দুটি দল তাদের পিছনে ধাওয়া দিলে গৌরীপুর গ্রামের জুুুড়ী নদীর পাড়ে গাড়ীটি রেখে তারা পালিয়ে যায়। সাথে সাথে গ্রামের লোকজন ও পুলিশের কাজে সহযোগিতা করে গাড়ীটি থানায় নিয়ে আসে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, আমি জুড়ী শহরে ছিলাম।আমাকে এস আই জামাল ফোন দিলে আমি সাথে সাথে তাদেরকে আটক করার চেষ্টা করি।কিন্তু গ্রামের ছোট্র আকাঁবাকা রাস্তায় ঐ চক্রটি ঢুকে পড়ায় তাদেরকে আটক করা যায় নাই।গাড়ীতে ইয়াবা সেবনের কিছু সরন্ঞ্জাম পাওয়া গেছে।

Back to top button