জুড়ী

জুড়ী-বটুলী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নিউজ ডেস্কঃ দীর্ঘ আড়াই বছরে ও কাজ শেষ না হওয়ার কারণে ক্ষোভে গত ৩ দিন থেকে এলাকাবাসী সড়কে ধানের চারা রোপণ করে রেখেছেন। এঘটনা জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ।

জানা যায়, ২০১৮ সালে জুড়ী থেকে ভারত সীমান্তবর্তী ফুলতলা বটুলী রাস্তার কাজের উদ্বোধন করেন তৎকালীন জাতীয় সংসদের হুইপ, বর্তমান মন্ত্রী শাহাব উদ্দিন। ৭২ কোটি টাকার এ কাজের টেন্ডার পায় ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন ও স্পেকট্রা কন্ট্রাকশন নামের দুইটি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার দীর্ঘদিন পরও তারা কাজ শুরু না করায় তখন এলাকাবাসী স্থানীয় সংসদকে অবহিত করেন।

পরবর্তীতে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়। ২০২০ সালের ৩১ আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনার কারণে কাজ বন্ধ থাকায় মেয়াদ বৃদ্ধি করে ২০২১ সালের মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। বর্ধিত মেয়াদ শেষ হলেও প্রায় ৪৫ শতাংশের মত কাজ করে আবার কাজ বন্ধ করে দেয় তারা। এরপর এলাকার মানুষ দ্রুত কাজের দাবিতে মানববন্ধনের আয়োজন করলে স্থানীয় কয়েকজন নেতার সাথে সাব ঠিকাদার কথা বললে মানববন্ধন স্থগিত করা হয়। এর পর কাজ শুরু হলে অতিনিম্ন নামের কাজ হওয়ার কারণে পিছ উটে যায়। তখন ও স্থানীয় বাসিন্দারা এসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তারপর এই নিম্নমানের কাজ এবং চারা রোপণের পর এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে একাত্মতা পোষণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তারা দ্রুত কাজ হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন।

এই রাস্তা দিয়ে উপজেলার জায়ফর নগর, সাগরনাল, ফুলতলা, গোয়ালবাড়ী ইউনিয়নের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি ভারত থেকে আমদানি করা পণ্য ও দেশে আসে এ রাস্তা দিয়ে।

গত ১০ ফেব্রুয়ারি ভুক্তভোগী মানুষ এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এর তিনদিন পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি জুড়ীতে এক সভায় এ রাস্তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মন্ত্রী।

গত ২১ মে রাতে তিনি ভিডিও বার্তায় এলাকাবাসীর দাবির প্রতি একাত্মটা পোষণ করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি বলেন, এসব এলাকার মানুষ এই রাস্তার কারণে দীর্ঘদিন থেকে ভোগান্তিতে রয়েছেন। রাস্তার কাজ দ্রুত শুরু করা এবং কাজের মান বজায় রেখে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে ও জানান।

এলাকাবাসীর দাবি, ওয়াহিদ কনস্ট্রাকশনের যে ঠিকাদার কাজ পেয়েছে তিনি বিভিন্ন সময় কিছু নেতৃবৃন্দকে কমিশন দেওয়ার কারণে কেউ কথা বলে না। কয়েকদিন পর পর এলাকার মানুষ আন্দোলনে নামলে তারা কাজ শুরু করে আবার বন্ধ করে দেন।

এ ব্যাপারে ১০ কিমি কাজ তদারকির দায়িত্বে থাকা সাব ঠিকাদার, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিমুল আহমদ ও ওয়াহিদ কন্ট্রাকশনের অফিসের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।

সড়কটি দেখাশোনার দায়িত্বে থাকা সওজ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুভাষ পুরকায়স্থ বলেন, কাজের মেয়াদ শেষ হলেও নতুন করে ফুলতলা -বটুলী পর্যন্ত প্রায় ৪ কি.মি. রাস্তার কাজের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তাই মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াধীন রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আসতেছে, আপাতত মানুষের চলাচলের জন্য বালু, কংক্রিট দেওয়ার ব্যবস্থা করা হবে।

সড়ক ও জনপথ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো জিয়া উদ্দিন বলেন, কাজের জন্য এখনও বিল অনুমোদন হয় নাই। যদি অনুমোদন হয়ে যায় তাহলে ঠিকাদার কাজ শুরু করবে,এপ্রোভের জন্য আমরা পাঠিয়েছি।

বিল এপ্রোভ না হলে ঠিকাদার কিভাবে রাস্তা ভেঙ্গে কাজ শুরু করল এ রকম প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিকাদার কাজ শুরু করেছিল পরে বিলের অনিশ্চয়তার কারণে আবার বন্ধ করে দিয়েছে।

Back to top button