বড়লেখা
বড়লেখায় নবাগত ইউএনও’র যোগদান

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বৃহস্পতিবার দুপুরে যোগদান করেছেন খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি আনুষ্ঠানাকিভাবে বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরানের নিকট থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি অর্থ-মন্ত্রণালয় হতে পদায়িত হয়েছেন।
বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ৪ এপ্রিল বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন।