বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাঃ ইসহাক করোনা আক্রান্ত

বিয়ানীবাজার টাইমসঃ করোনাকালীন সময়ে বিয়ানীবাজারে গত বছর থেকে যে কয়জন সম্মুখ সারির করোনা যোদ্ধার কথা মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার মধ্যে প্রথম সারিতে থাকবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ। এবার তিনি নিজেই করোনা আক্রান্ত হলেন।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য শেয়ার করেন। এসময় তিনি লিখেন করোনা পজিটিভ হয়ে তিনি আইসোলেশনে আছেন।

তিনি জানান, করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ তিনি নিয়েছিলেন, দ্বিতীয় ডোজের নেয়ার আগেই তিনি করোনা আক্রান্ত হলেন। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান

Back to top button