মোটর সাইকেলে জুড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে আরএফএল কর্মীর মর্মান্তিক মৃত্যু

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কর্মরত আরএফএল কর্মীর ঈদে বাড়ি যাওয়া হলো না। বুধবার ( ১২ মে ) আনুমানিক সকাল ৮ টার সময় শায়েস্তাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত আরএফএল কর্মীর নাম মাহবুব আলম (৩৫)। তিনি চাকুরী করতেন আর এফ এল কোম্পানির শাহিন গ্রুপের এস আর পদে।পবিত্র ঈদুল ভিতরের ছুটিতে যাচ্ছিলেন বাড়ি। কিন্তু সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার আর বাড়ি যাওয়া হলো না।
জানা যায়, ময়মনসিংহের শেরপুর এর মাহবুব আলম আরএফএল শাহিন গ্রুপের এসআর হিসাবে কর্মরত ছিলেন জুড়ীতে। লকডাউনে যানবাহন না চলায় নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। আজ সকাল আনুমানিক ৮ টার সময় শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। তার অকালমৃত্যুতে জুড়ী উপজেলার অনেক ব্যবসায়ী শোক প্রকাশ করেছেন।
জুড়ী বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, মাহবুব খুব ভালো মনের মানুষ ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুর খবরটি শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।