বিয়ানীবাজার সংবাদ

গরমের তীব্রতায় অতিষ্ঠ বিয়ানীবাজারের মানুষের জনজীবন

জুনিয়র প্রতিবেদকঃ রৌদ্রের তীব্র তাপে অতিষ্ঠ পৌরশহর বিয়ানীবাজারের জনজীবন৷ গরমের তীব্রতায় আবালবৃদ্ধবনিতা কাতর হয়ে পড়েছেন। সকাল থেকেই গরম হাওয়া। রোদের তেজ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা৷

মাহে রামাদ্বানে গরমের এমন তীব্রতা পৌরশহর বিয়ানীবাজারে সাধারণ মানুষের সহ্য সীমার বাহিরে৷

পৌরশহর বিয়ানীবাজার সরেজমিন ঘুরে দেখা যায় গরমের এমন তীব্রতায় খেটে খাওয়া মানুষ আর রিক্সা চালকদের চোখে – মুখে একরাশ ক্লান্তি৷ ঘাম ভর্তি মুখ আর শরীর দেখে মনে হয় যেন মাত্র স্নান করেছে৷

কথা হয় রিক্সা চালক সাব্বির আহমেদ এর সাথে৷ তিনি বলেন বিত্তশালী মানুষেরা ফ্যান কিংবা এসির নিছে থাকলে ও সেই ভাগ্য তাদের নেই। গরমের তীব্রতায় ও জীবিকা তাদের নির্বাহ করতে হয়। যতই কষ্ট হোক গরমের মধ্যে য়াদের কাজ করতে হয়।

গরমের এমন তীব্রতা পৌরবাসি পূর্বে দেখে নি বলে জানান পথযাত্রীরা। প্রয়োজনে যারা পৌরশহরে এসেছেন দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরছেন অনেকেই৷

তবে গরমের এমন তীব্রতায় ও পৌরশহরে রয়েছে বাড়তি মানুষের চাপ৷ রাস্তায় রয়েছে তীব্র যানযট৷ তীব্র এই গরমে যানযটের মধ্যে বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে

Back to top button