মৌলভীবাজার
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা খুশহালপুর মাদ্রাসার সামনে ধান বোঝাই ট্রাকের চাপায় আবুল কাশেম (২৯) এর মৃত্যু হয়। নিহত মো. আবুল কাশেম সদর উপজেলার আমতৈল ইউনিয়নের খুশহালপুর গ্রামের মৃত মো. আব্দুল রবের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে ধান বোঝাই ট্রাক মাদ্রাসার সামনের ব্রিজের পাশে তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে মাথায় রক্তক্ষরণ শুরু হয়। মৌলভীবাজার হাসপাতারে নেয়া পথে তিনি মারা যান।