বড়লেখা
বড়লেখায় সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজের নিচে

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নির্মাধীন ব্রিজের নিচে পড়ে গেছে। সোমবার ইফাতারের পূর্বে বড়লেখার ঘোলসা গ্রামে এই ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘোলসা এলাকায় ব্রিজ নির্মানকালে সিমেন্ট বোজাই একটি ট্রাক পার হওয়ার সময় ড্রাইবেসনের রাস্তায় আনুমানিক পাঁচশত বস্তা সিমেন্ট নিয়ে পড়ে যায়। এতে প্রায় দেড় শাতাধিক সিমেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রাইবেসন রাস্তা খুব দূর্বল এবং রাস্তা কর্দমাক্ত থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।
শেষ খবর পাওয়া সকাল ১১ ঘঠিকা পর্যন্ত মাল বোঝাই গাড়িটি এখনো ব্রিজের নিচে পড়ে রয়েছে।