বিয়ানীবাজারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্যবিধি মানতে নারাজ মানুষ

জুবায়ের আহমদ:: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৪ এপ্রিল। এরপর থেকে প্রতিনিয়ত বাড়তে থাকে এরং সংখ্যা। থেমে নেই মৃত্যুর মিছিলও। এখন পর্যন্ত এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এই যখন অবস্থা তখন করোনা নিয়ে অনেকটাই উদাসীন এই উপজেলার মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে এ উপজেলার জনসাধারণ।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিয়ানীবাজার পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অল্প কিছু মানুষ মাস্ক ও স্বাস্থ্যবিধি মানলেও বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। অনেকে মাস্ক সাথে রাখলেও কেউ রেখেছেন পকেটে আবার কেউ পরেছেন থুতনিতে। এছাড়া পৌরশহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় জিলাপি বিক্রির সময় মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। এসময় অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। সামাজিক দুরত্ব মানতেও নারাজ বেশিরভাগ মানুষ।
জানা যায়, গত কয়েক সপ্তাহ থেকে দেশে অধিক হারে করোনা সংক্রমন ও মৃত্যু বাড়ছে। প্রতিদিন করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় বিয়ানীবাজারে গত দুই সপ্তাহে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ৩ জন। এখন পর্যন্ত বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশো ছুই ছুই। নিত্যদিনের রেকর্ড ভাঙ্গছে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা৷ বিয়ানীবাজারে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন এবং মারা গেছেন ২৮ জন৷ এমন সময়ে স্বাস্থ্যবিধি না মানলে বিয়ানীবাজারবাসীকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা আর জনসমাগম এড়িয়ে চলার কোন বিকল্প নেই। দেশ এখন কঠিন সময় পার করছে। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড ব্রেক করছে। বিয়ানীবাজারেও প্রায় প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আমরা যে কোন সময় যে কেউ আক্রান্ত হতে পারি। করোনা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। সচেতনতার কোন বিকল্প নেই।