মৌলভীবাজারের ৪ যুবক ভারতে আটক, একজনের করোনা

কাজের সন্ধানে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুলিশ মৌলভীবাজারের চার যুবককে আটক করেছে। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল ‘নিউজ ভ্যানগার্ড’ এ খবর প্রকাশ করেছে।
‘নিউজ ভ্যানগার্ড’ জানায়, মৌলভীবাজারের আহমদ আলী, শাহান আলী, রাজন মিয়া ও নান্টু মিয়া- এ চার যুবক কাজের সন্ধানে ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। আটক যুবকরা বাংলাদেশ লাঠিটিলা সীমান্ত দিয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে অনুপ্রবেশ করেছে।
এ সময় তারা কৈলাশহরের পাইতুর বাজার নামক এলাকায় গিয়ে ধর্মনগরে যাওয়ার জন্য উপস্থিত হয়। এ খবর বিএসএফের ২০ ব্যাটালিয়ানের কাছে পৌঁছালে তারা সেখানে গিয়ে তাদের আটক করে ত্রিপুরা রাজ্যে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ এদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কৈলাশহর আর জি এম হাসপাতালে নিয়ে যায়। এতে একজনের শরীরে করোনা পজেটিভ পায়।
শনিবার (১৭ এপ্রিল) তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর করোনা পজেটিভ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভ্যানকার্ডের তথ্যমতে, আটক যুবকদের কাছ থেকে ভারতীয় মুদ্রার আট হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে বিজিবির কাছে কোনো তথ্য জানা নেই বলে সাংবাদিকদের জানানো হয়।