বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় ১২ জনকে জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে রোববার দুপুরে বড়লেখা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

Back to top button