বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হাটবাজারে স্বাস্থ্য বিধির নেই বালাই

নিজস্ব প্রতিবেদকঃ সর্বাত্মক লকডাউন ঘোষণার চতুর্থ দিনেও সিলেটের বিয়ানীবাজার উপজেলার গ্রামীণ হাটবাজার গুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। পৌর শহরে প্রশাসনের কড়া নজরদারি সহ অভিযান পরিচালনা থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন তুলনামূলক ভাবে সেই নজরদারি না থাকার ফলে সহজেই লকডাউন অমান্য করছেন বিভিন্ন ইউনিয়নের মানুষ। বিশেষ করে মাস্ক ব্যাবহার সহ সামাজিক দূরত্ব ছাড়াও অপ্রয়োজনে গ্রামীণ হাটবাজার গুলোতে ঘুরে বেড়েচ্ছেন কয়েকশো মানুষ। যার ফলে করোনা সংক্রমণের শঙ্কা থেকেই যায়।

সরেজমিনে দেখা যায়, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন,কুড়ারবাজার ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে জোহরের নামাজের পর হাটবাজার গুলোতে উপচে পড়া ভীড় দেখা যায়। বেশিরভাগই উদাসীন মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। এদিকে, চারদিনে বিয়ানীবাজার উপজেলার পৌর শহরের প্রশাসনের অভিযান ও কড়া নজরদারির মধ্য দিয়ে লকডাউন অনেকটা সফল ভাবে পালন হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া সহ নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যাতিত যে সকল দোকান খোলা ছিল সেগুলোকে জরিমানা করা হয়েছে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান বলেন, লকডাউনে যাতে সবাই ঘরে থাকে নিরাপদ থাকে এবং স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে আমরা পুলিশ মাঠে রয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, প্রতিদিনের মতো আমাদের অভিযান অব্যাহত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি লকডাউন অমান্য করলে তাদের আমরা জরিমানা করছি। গ্রামীণ হাটবাজারে আমরা নজরদারি বৃদ্ধি করবো।

Back to top button