লকডাউনে বিয়ানীবাজারে নিম্ন আয়ের মানুষের জীবন দুর্ভোগে

জুনিয়র প্রতিবেদকঃ দেশে যখন করোনা তৃতীয় ঢেউয়ে আক্রান্ত আর মৃত্যুর মিছিল বইছে সরকার তখন ১৪ এপ্রিল ( বুধবার) সাত দিনের জন্য সরকার বাধ্যহয়ে কঠোর লকডাউনের ঘোষণা দেয়৷
দৈন্দিন জীবিকার উপর নির্ভর করে চলতে হয় বিয়ানীবাজারে অনেক পরিবারকে। একদিন কাজে না গেলে না খেয়ে থাকতে হয় অনেককে।
লকডাউনের ৪র্থ দিন শনিবার (১৭ এপ্রিল) পৌরশহর ঘুরে কথা হয় রিক্সা চালক সালমানের সাথে। সারাদিনে রিক্সা চালিয়ে ৬০ টাকা পেয়েছেন। লকডাউনের কারণে মানুষ না থাকার জন্য এমন অবস্তা৷ কিন্তু এই রিক্সা চালিয়ে তাকে তার পরিবার চালাতে হয়৷ এ অবস্তায় কীভাবে তিনি তার পরিবার চালাবেন তার কিছুই জানেন না।
ফুটপাতের ব্যবসায়ী সুনাম উদ্দিন সারাদিনে কাপড় বিক্রি করতে পেরেছেন ২০০ টাকার৷ এমন চলতে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের বলে জানান।
করোনা মহামারীর ভয়ংকর প্রাদুর্ভাব বিয়ানীবাজারের নিম্ন আয়ের মানুষের জনজীবনে নেমে এসেছে চরম বির্পযয়। নতুন করে দেখা দিয়েছে গনমানুষের কপালে চিন্তার ভাজ।