বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার থেকে কিশোর নিখোঁজ, খোঁজ পেতে সাহায্য কামনা

বিয়ানীবাজার পৌরসভার মধ্য নয়াগ্রাম এলাকা থেকে টিপু আহমদ রাহাত (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোর টিপু আহমদ রাহাত মধ্য নয়াগ্রামের অধিবাসী বুলবুলি মিয়া ও হাজেরা বেগম দম্পতির ছেলে।
এদিকে, কিশোর রাহাতের নিখোঁজের পর থেকে তার স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার থানা সাধারণ ডায়েরি করেছেন স্বজনরা।
এদিকে, নিখোঁজ কিশোর টিপু আহমদ রাহাতের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার মা-বাবা। তাকে কোথাও দেখতে পেলে বিয়ানীবাজার থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।