মৌলভীবাজার

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাত্রখলা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমর শর্ম্মা (২৮) উপজেলার পাত্রখলা চা বাগানের বজ্র গোপাল শর্ম্মার ছেলে

জানা যায়, রাত ১০টায় উপজেলার পাত্রখলা চা বাগান থেকে মোটরসাইকেলে দুই আরোহী বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন।

এসময় আহত হন শিবলাল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Back to top button