বিয়ানীবাজার সংবাদ

লকডাউনে চলবেনা গনপরিবহন, বিপাকে বিয়ানীবাজারের বিদেশযাত্রীরা

বিয়ানীবাজার টাইমসঃ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড সংখ্যক শনাক্ত বেড়ে যাওয়া ব্যাপক সংক্রমন থেকে বাচতে লকডাউন নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে শনিবার। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার (০৫ এপ্রিল) থেকে আগামী ৭দিন চলবে না কোনো গনপরিবহন। এই সংবাদে বিপাকে পড়েছেন বিয়ানীবাজারের অনেক বিদেশযাত্রীরা যদিও বা বিদেশযাত্রীদের জন্য রাস্তায় চলাচলের অনুমতি রয়েছে, তবে সেক্ষেত্রে তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রাইভেট গাড়ি ব্যবহার করতে হবে, যা অত্যন্ত ব্যায়বহুল।

অনেক বিদেশযাত্রীর সাথে কথা বলে জানা যায়, বেশীরভাগ যাত্রীর ফ্লাইট ঢাকা থেকে, করোনা টেস্ট করে তারা ঢাকা থেকে ফ্লাই করেন নিজের গন্তব্যে। এখন গনপরিবহন বন্ধ থাকায় সুদুর ঢাকায় তাদের যাওয়া লাগবে প্রাইভেট গাড়ি নিয়ে যা অনেকটা ব্যয়বহুল। তারা এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নজর দেয়ার দাবী জানান।

সৌদিগামী যাত্রী বিয়ানীবাজার উপজেলার জাবের জানান, তার টিকিট অনেক আগেই করা হয়েছে, ঢাকা থেকে আগামী বুধবার ফ্লাইট। সোমবার রাতে বিয়ানীবাজার থেকে বাসের টিকেট কাটার কথা, এখন শুনছেন বাস চলবে না। খবর নিচ্ছেন বাস কাউন্টারে যদি বাস না চলে তবে ব্যায়বহুল হলেও বিকল্প পথে যেতে হবে ঢাকায় নতুবা অনেক টাকা গচ্চা দিতে হবে।

একই কথা বললেন দুবাই যাত্রী আমির, তার টিকেট আগামী বৃহস্পতিবারের। তিনি জানান, বাস না চললে ১০ হাজার টাকা দিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য বিষয়, ভিজিট ভিসায় টিকেট পরিবর্তন করলে আর যাওয়া যাবে না, তাই ধার করে হলেও ঢাকায় যেতে হবে। তিনি বলেন, বিদেশযাত্রীদের জন্য বিমানে অভ্যন্তরীন রুটে বিশেষ ফ্লাইট চালু করলে বিষয়টা অনেক সহজ হতো।

বিয়ানীবাজারে এনা বাস কাউন্টারে থাকা শিপন আহমদ জানান, কাল সকাল থেকে ঢাকা থেকে বাস আসবে না, বিয়ানীবাজার থেকে বাস যাবেনা। একই কথা বললেন রুপসী বাংলার ম্যানেজার টিপু আহমদ এবং শ্যামলীর শাখা ব্যবস্থাপক সেলিম আহমদ।

Back to top button