বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আওয়ামী লীগের বাঁধায় হেফাজতের মিছিল পন্ড

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধায় হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। আজ রবিবার বিয়ানীবাজার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জোহরের নামাজের পর উপজেলা হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার কথা থাকলেও বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁধার মুখে হেফাজতের মিছিলটি পন্ড হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে সকালে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি সড়কে পিকেটিং চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে পৌরশহরে পুলিশের শক্ত অবস্থান থাকায় সুবিধা করতে ব্যার্থ হয় তারা। এদিকে হেফাজতের বিক্ষোভ মিছিল ও হরতাল প্রতিহত করতে সর্বদা মাঠে রয়েছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর কয়েকশো নেতাকর্মী।

দুপুরে উত্তরবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ দক্ষিনবাজার প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার দক্ষিণ বাজার এসে শেষ হয়।

Back to top button