বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে উপজেলা প্রশাসনের উন্নয়ন মেলা

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে বিয়ানীবাজারে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের রাস্তা প্রদক্ষিন করে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।

মেলায় সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ৩৪টি স্টল স্থাপন করা হয়েছে। আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টালে স্ব স্ব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম এবং সেবাসমূহ তুলে ধরতে গৃহীত নানা উদ্যোগ অতিথিবৃন্দ পরিদর্শন করেন।

Back to top button