বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজারে উপজেলা আওয়ামীলীগের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বিকাল ৩টায় পৌরশহরে বিশাল এক র্যালী করেছে উপজেলা আওয়ামীলীগ। দক্ষিন বাজার থেকে শুরু হওয়া র্যালিটি বিয়ানীবাজার পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজার সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে রাঙ্গিয়ে তুলতে বিয়ানীবাজারে সাংস্কৃতিক কমান্ডের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রাত অবদি চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা-সিলেট থেকে আসা শিল্পিরা গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।