বিয়ানীবাজার সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিয়ানীবাজার প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

বিয়ানীবাজারঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাব।

শুক্রবার (২৬ মার্চ) সকালে পৌরশহরের খাসা শহীদ টিলাস্থ বিয়ানীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংবাদিক কাজী ফাহিম আহমদ, ফাইম আহমদ তাছিম, হৃদয় ও সুমন প্রমুখ।

Back to top button