বিয়ানীবাজারে গনহত্যা দিবসে শহীদ বেদীতে পুষ্পস্থবক অর্পন, ৯টায় ব্ল্যাকআউট

বিয়ানীবাজার টাইমসঃ আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরপরাধ, নিরস্ত্র ও ঘুমন্ত সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। দিবসটি উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণের কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো আব্দুস শুকুর, প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, কাউন্সিলর সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপাইভাইজার আরিফুর রহমান সুয়েবসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টায় এক মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া বিয়ানীবাজার উপজেলায় প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।