বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সক্রিয় মহিলা চোর চক্র, সবাইকে সতর্ক থাকার পরামর্শ ভুক্তভোগীর

বিয়ানীবাজার টাইমসঃ অভিনব কায়দায় চুরিতে দক্ষ মহিলা চোরচক্র রয়েছে বিয়ানীবাজারে সক্রিয়। মাঝে মাঝে ধরা পড়লেও আইনের ফাক গলে বেরিয়ে এসে আবারো জড়িয়ে পড়ে আবারো সংঘবদ্ধ চুরিতে।
এব্যাপারে ভুক্তভোগী এক তরুন চুরির শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ফয়সল আহমদ মুন্না নামের ঐ তরুন তার ফেসবুক আইডিতে লিখেন –
পকেট মার হইতে সাবধান
আজকে দুপুর ১ টার দিকে সোনালী ব্যাংক বিয়ানীবাজার শাখা থেকে ১৪০০০ টাকা উত্তোলন করে আসার পথে, বিয়ানীবাজার লার্জ ফার্মার ( আজির মার্কেট) উত্তর পাশে ফলের দোকান থেকে তরমুজ ক্রয় করছিলাম। তরমুজ কেনার সময় ৩ জন নেকাব পরিহিত ভদ্র মহিলা আমি ও আমার বড় আপুর পাশে এসে দারায়। তখন দোকানদারের সাথে তরমুজ নিয়ে তর্ক-বিতর্ক চলছিল। তখন আপু তার ব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট দোকানদারের কাছে দিলেন। তখন ৩ জন মহিলার মধ্যে ১ জন মহিলা আপুর সাথে ধাক্কা খেল। তখন দোকানদার তরমুজের ২০০ টাকা রেখে ৩০০ টাকা ফিরিয়ে দিল। যখনি তরমুজ আর টাকা নিয়ে রিক্সায় উঠতে যাচ্ছি, তখনি আপু ব্যাগে হাত দিয়ে দেখে টাকা নাই। ততক্ষণে মহিলারা উধাও। চারদিকে খুজাখুজি করলাম কিন্তু মহিলাগুলোকে পেলাম না।তাই সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আপনার আশেপাশে অনেক ভদ্র মানুষ হাটতেছে। তাদের হইতে সাবধান হন।আমার সেই তরমুজ দোকানদারের উপর সন্দেহ হইতেছে। কারন তরমুজ কেনার সময় দোকানদার অনেক বেশি তর্ক করল আমাদের সাথে। সেই সুযোগে মহিলারা কাজ করে চলে গেল। তার আমাদের সাথে তর্ক করা আর মহিলারা টাকা চুরি করে চলে যাওয়া এত মধ্যে তার কোনো হাত নেইতো
