বিয়ানীবাজারে আহিয়ান মিজান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজারে আহিয়ান মিজান পাওয়ার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) স্থানীয় ওসমানী স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ক্রীড়া ধারাভাষ্যকার এমরান হোসাইন এর পরিচালনায় ও ওরিয়ার্স ক্লাব বিয়ানীবাজারের চেয়ারম্যান এহসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খছরু, সাংবাদিক মাসুম আহমেদ,বিসিএল চেয়ারম্যান জুনেদ খান, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি রাজেল আহমেদ, ক্রিকেট এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে করিম রাব্বি,সাংগঠনিক সম্পাদক জামিল আল হাসান, দপ্তর সম্পাদক আহমেদ শাফি, সহ প্রচার সম্পাদক জামিল আহমেদ ছুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুন সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখে। বিশেষ করে প্রতিবছর বিয়ানীবাজার যে হারে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হচ্ছে নিশ্চয় সাকিব তামিম মাশরাফি বেড়িয়ে আসবে এখান থেকে। সম্প্রতি বিয়ানীবাজার থেকে কয়েকজন তরুন জাতীয় ভাবে সুযোগ পেয়েছেন জেলা ও বিভাগে উত্তীর্ণ হয়ে তাদের প্রতি শুভকামনা। সেই সাথে এই অঞ্চলের ক্রিকেট এগিয়ে যাক।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মোল্লাপুর ইউনিয়ন ক্রিকেট ক্লাব বনাম গ্রীণ ষ্টার ক্রিকেট ক্লাব। খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গ্রীণ ষ্টার ক্রিকেট ক্লাব। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে রনির সর্বোচ্চ ২৩ রানে ভর করে বাবলুর বোলিং তোপে ১২৫ রানে গুটিয়ে যায় মোল্লাপুরের ইনিংস।গ্রীণ ষ্টারের আনোয়ার হোসেন বাবলু ৪ ওভার বল করে ৪ উইকেট লাভ করেন। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় গ্রীণ ষ্টার ক্রিকেট ক্লাব ফলে ৬ উইকেটে জয় লাভ করে তারা সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করলো। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন আনোয়ার হোসেন বাবলু, মোষ্ট এক্সাইটিং প্লেয়ার জেম,ম্যাক্সিমাম সিক্স ইন এন ইনিংস জেম ম্যাক্সিমাম ফোর ইন এন ইনিংস মান্না, বেষ্ট ফিল্ডার ইমরান নির্বাচিত হন।