বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রবিবার ( ৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

Back to top button