উত্তর শাহবাজপুরে নৌকা প্রতিক চান এম জুবের আহমদ

বড়লেখা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোয়ন চান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমদ। দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে দলীয় নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ বাড়িয়েছেন তিনি। তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রতিক নৌকা নিয়ে আশাবাদি।
তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু সেবার আমাকে আশ্বস্ত করা হয়েছিলো পরের বার আমাকে মনোয়ন দেওয়া হবে। সে হিসাবে আমি এবার দলীয় মনোয়ন চাইবো।
তিনি আরও বলেন, ‘আমি ২৫ বছর ধরে আওয়ামী লীগ করছি। দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা এবং উন্নত সমাজ গড়ার লক্ষ্যে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক পাব বলে প্রত্যাশা করি। উত্তর শাহবাজপুর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ।
এম জুবের আহমদ বলেন, করোনাকালে কর্মহীনদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। গরিব দুঃখি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা আলহাজ্ব শাহাব উদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলের দুর্দিনে আমি দলের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি দল আমাকে মুল্যায়ন করবে।