বিয়ানীবাজার সংবাদ

সন্ত্রাসী হামলার শিকার দুবাগে নৌকার মনোনয়ন প্রত্যাশী পলাশ আফজাল,

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুবাগ ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্র নেতা পলাশ আফজাল। সোমবার রাতে তিনি অজ্ঞাত একদল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আফজাল তার নির্বাচনী প্রচ্রাণার কাজে সোমবার রাতে দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়ায় ইউপি সদস্য স্বপনের বাড়িতে যান। এসময় তার সাথে ছিলেন আলা উদ্দিন আদিল। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কয়েকটা মোটরসাইকেলে করে আসছিলো একদল মুখোশধারী সন্ত্রাসী। এসময় তারা দা, হকিস্টিক, রামদা, স্টিক, জিআই পাইপ দিয়ে পলাশ আফজালকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। হামলার শিকার পলাশ আফজাল মুখ, হাত, পায়ে, পিঠে মারাত্মক আঘাত পেয়েছেন বলেও জানা গেছে।আহত অবস্থায় পলাশ আফজালকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিলেটে প্রেরণের পরামর্শ দেন। পলাশ আফজালের শরীরের বিভিন্ন জয়াগায় আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য যে, সাবেক ছাত্রনেতা পলাশ আফজালের বাড়ি দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবাগ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Back to top button