গোলাপগঞ্জে মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে এলাকাবাসীর মত বিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে এলাকাবাসীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাত ৮টায় পশ্চিম রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় ভটর পাড়ায় রাজনৈতিক ব্যক্তিত বাবুল মিয়ার সভাপতিত্বে তরুণ সমাজসেবক দুলাল হোসেন রুপনের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: রহিম, মাস্টার হারুনুর রশিদ, শালিশী ব্যক্তিত্ব শাহ জামাল আহমদ, মানবাধিকার কর্মী আ: করিম পাখি, হাসনু মিয়া, কবির আহমদ, হেকিম মাস্টার, হিফজুর রহমান, ফখরুল ইসলাম, মাহতাব আহমদ, ময়নুল ইসলাম, আ: রউফ প্রমুখ।
মাদক ও অশ্লীলতা বিরুধী সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য ব্যবসায়ী ও অসামজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাচ্চুকে অটোরিক্সা সিএনজি শাখা থেকে গত কয়েক বছর পূর্বে বহিস্কার করা হয়। এর পর থেকে রায়গড় গ্রামের আরোও এক যুবকের সাহায্যে রায়গড় ভটরপাড়া গ্রামে আবারও সে গভীর রাত পর্যন্ত অপরিচিত পুরুষ ও মহিলা নিয়ে তার কুকর্ম চালিয়ে যাচ্ছে। এসব অসমাজিক কাজ বন্ধে সকল মুরুবাবীয়ান ও যুবকরা প্রশাসনের সাহায্য কামনা করেন।