মুড়িয়া ইউনিয়নে আলোড়ন সৃষ্টিকারী কাওসারের নির্বাচনী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক – ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগকে সু সংগঠিত করতে সামনে থেকে যে কয়জন নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম এই নেতা। সম্প্রতি আওয়ামী লীগ রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করতে কাজ করছেন তৃণমূল নেতাকর্মী নিয়ে। ইতিমধ্যে কর্মী ও সমর্থকদের ভালোবাসায় আসন্ন মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন চান এই নেতা।
এ উপলক্ষে গতকাল শনিবার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া কাজিরবাজার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে তার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাহাব উদ্দিন’র সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আহমদ এর পরিচালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হাজী এনাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর। উপস্থিত সকল বক্তারা ক্লিন ইমেজের অধিকারী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কাওছার আহমদ-কে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী করতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমদ বলেন, আপনারা সহ মুড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষ যেভাবে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি মুরব্বিদের দোয়া ও সহযোগিতা এবং বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্যমী শক্তি ও সহযোগিতাকে কাজে লাগিয়ে আগামী মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে দেশরত্ন শেখ হাসিনা’কে নৌকা উপহার দেব। মুড়িয়া ইউনিয়নে নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ইউনিয়নবাসী নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। সর্বোপরি এই ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আমার প্রানপণ চেষ্ঠা থাকবে।মুজিব উদ্দিন এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল মতিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল জলিল, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আব্দুল মন্নান কটই, মন্টু মিয়া, হাজী বদরুল হক, এনাম উদ্দিন।উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, কয়েছ আহমদ।উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদির, নাহিদ চৌধুরী সাহিদ, জাহেদুর রহমান, আবদুল্লাহ, সায়মন আহমদ, শিমুল আহমদ প্রমুখ।