বিয়ানীবাজারে আঞ্চলিক মহাসড়কে বৃষ্টিতে মরণ ফাঁদ
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার- সিলেট আঞ্চলিক সড়কে গুরি গুরি বৃষ্টিতে মরণ ফাঁদে পরিনত হয়েছে মাইলের পর মাইল। ইটভাটায় কেটে নেয়া মাটি সড়কে পড়ে জমাট বেঁধে যাওয়ায় বৃষ্টিতে লেপ্টে গেছে কয়েক কিলোমিটার সড়ক বিশেষ করে শেওলা ও দুবাগ ইউনিয়নে অবস্থিত প্রধান সড়কে আজ বুধবার দুপুর থেকেই বেশ কয়েকটি মোটরসাইকেল সহ মাইক্রোবাস স্লিপ করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনায় খবর পাওয়া যায়নি।
জানা যায়, ইট ভাটায় ট্রাক্টর মাটি এবং ফসলি জমি থেকে প্রতিবছর মাটি নিয়ে যাওয়ার সময় সড়কে মাটির জমাট বেঁধে পিচ রাস্তা প্রভাব ফেলে। যার ফলে বৃষ্টি হওয়ায় সাথে সাথে দুর্ঘটনার শংকা বেড়ে যায়।
কবির নামের এক মোটর সাইকেল আরোহী প্রতিবেদককে জনান, আঞ্চলিক এই মহাসড়ক দিয়ে বিয়ানীবাজার আসার সময় তিনি ছয়টি মোটরসাইকেল স্লিপ করতে দেখেন এবং তিনিও অল্পের জন্য রক্ষা পান।
আহমেদ জুনেদ নামের এক স্থানীয় বাসিন্দার বলেন, বিয়ানীবাজারমুখী একটি বাস আজ সন্ধ্যা স্লিপ করে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনায় ঘটেনি। প্রতিনিয়ত গাড়ি চলাচল এখন ঝুঁকি হয়ে দাড়িয়েছে,এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নেয়া উচিত।