বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অভিনব কায়দায় মোবাইল চুরি, সিসি ফুটেজে থাকা চোরকে ধরিয়ে দিন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের নিউ মার্কেটের মোবাইলের দোকান এবি মিডিয়া থেকে অভিনব কায়দায় দুই যুবক ক্রেতা সেজে একটি মোবাইল চুরির করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ফুটেজে থাকা দুই চোরকে ধরিয়ে দিতে বিয়ানীবাজারবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন দোকানের স্বত্বাধিকারি এম এ হাসনাত জামিল। তিনি জানিয়েছেন কেউ এদেরকে ধরিয়ে দিলে তাকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা একজন যুবক মোবাইলের দোকানীর সাথে আলাপ করছেন ও মোবাইল দেখছিলেন। একসময় দোকানীকে ব্যস্ত করে, ব্যস্ত থাকা অবস্থায় দোকানের বাক্সের উপর রাখা একটি মোবাইল হ্যান্ডস্যাট হাত দিয়ে ঠেলে দ্বিতীয় যুবকের দিকে সরিয়ে দেয়। ঠিক তখনই দোকানীর অগোচরে দোকানের বাক্স থেকে প্যান্টের প্যাকেটে ঢুকিয়ে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় কালো ব্লেজার পরা যুবকটি। মিনিট দুয়েক পর মোবাইল হ্যান্ডস্যাট পছন্দ হয়নি জানিয়ে মাস্ক পরা যুবকটিও গায়েব হয়ে যায়।

এই অভিনব কায়দায় চুরির ঘটনা নতুন নয়, এভাবে আরো কয়েক জায়গায় চুরি হয়েছে বলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবী সিসিটিভি ফুটেজে থাকা

Back to top button