বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান হুমায়ুনের বিশাল মতবিনিময় সভা

বিয়ানীবাজার টাইমসঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবিরের সমর্থনে রোববার বাদ এশা স্থানীয় কাজিরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রুকনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা এ এইচ মাহবুব হোসাইন, ইতালি প্রবাসী সোলেমান আহমদ, আব্দুর রউফ ও ফয়জুল ইসলাম।

হাফিজ জামিল আহমদের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, আমার সার্বক্ষণিক চিন্তা-চেতনা মুড়িয়া ইউনিয়নকে ঘিরে। আমার ডাকে সাড়া দিয়ে এই শীতের মধ্যেও উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে মুড়িয়া ইউনিয়নকে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

সভায় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল হান্নান, সহ সভাপতি আব্দুল জলিল ও জালাল উদ্দিন, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ উদ্দিন, আলী খাঁন, আব্দুস শুকুর ফুলবাড়ী, সমুজ উদ্দিন, আব্দুল আলিম প্রমুখ।

Back to top button