বড়লেখা

বড়লেখায় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য কারাগারে

ডেস্ক নিউজ ঃ মৌলভীবাজারের বড়লেখায় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাদের পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতাকৃতরা হলো, মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটির আলম উল্লাহর পুত্র সোহেল (৩৩) এবং ওসমানীনগ উপজেলার মনতৈল গ্রামের ময়না মিয়ার পুত্র কয়েছ মিয়া (৩০), সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র দুলাল (৩৪), বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে জামিল আহমদ (২৪)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি ভোররাতে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বাড়ির বারান্দা থেকে দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের (সিলেট মেট্রো-হ-১১-৪০৩২) মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় আব্দুল্লাহ আল মামুন বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তৎপর হয়ে ওঠে পুলিশ।

মামলার তদন্তাকারী কর্মকর্তা বড়লেখা থানার বড়লেখা থানার এসআই আবু সাঈদ বিভিন্নস্থানে অভিযান শুরু করেন। পাশাপাশি বিষয়টি র‌্যাবকেও জানানো হয়। এদিকে গত শনিবার (০৯ জানুয়ারি) শনিবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

গতকাল রোববার (১০ জানুয়ারি) তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ রাতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা রাতে উপজেলার মুড়াউল গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর জামিল আহমদকে গ্রেফতার করেন। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক আবু সাঈদ সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বলেন, মোটরসাইকেল চুরির মামলায় আমরা র‌্যাবের সহায়তায় চারজনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের জ্ঞিাসাবাদকালে তারা কীভাবে মোটরসাইকেল চুরি করেছে সেসব তথ্য দিয়েছে। এছাড়া ঘটনার সাথে কারা জড়িত ছিল, সেসব বলেছে। জামিলের বিরুদ্ধে জুড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে।

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার বিকেলে বলেন, মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

Back to top button