সিলেট জেলা ও মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিয়ানীবাজারের ১৩ নেতা
বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহুল প্রত্যাশিত এই দুই কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে অবসান হলো সিলেট আওয়ামী লীগে কমিটি গঠন নিয়ে সৃষ্ট অসন্তোষের।
২০১৯ সালের ৫ ডিসেম্বর নগরীর আলীয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিলেট জেলা ও মহানগরের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর এক বছর পর ঘোষণা হলো পূর্ণাঙ্গ কমিটি।
এদিকে, নবগঠিত এ দু’কমিটির বিভিন্ন পদে বিয়ানীবাজার উপজেলার ১৩ কৃতি সন্তান অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগে ৭ জন ও মহানগরে ৬ জন রয়েছেন।
সিলেট জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, নির্বাহী সদস্য পদে হাজী আব্দুল হাসিব মনিয়া, সরওয়ার হোসেন, আব্দুল বারী, জাকির হোসেন।
সিলেট মহানগর কমিটিতে সহ-সভাপতি পদে নুরুল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এটিএম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সদস্য পদে এডভোকেট জাহিদ সরওয়ার সবুজ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, মাহফুজ চৌধুরী জয়।