বিয়ানীবাজার ডাকাতদের উদ্দেশ্য প্রবাসীর বাড়ি, এলাকাবাসীর নির্ঘুম রাত যাপন

নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছর প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে প্রবাসী বাড়ি গুলো চিহ্নিত করে অভিযান চালায় ডাকাতরা। ধারালো ছুরি সহ অস্ত্র দিয়ে ঝাপিয়ে পড়ে বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন। গত বছর উপজেলার কয়েকটি বাড়িতে ডাকাতরা হানা দেয় এ ছাড়াও বিভিন্ন গ্রামে প্রবেশ করে সুবিধা না করতে পারায় পালিয়ে যায় ডাকাত চক্র।
তবে গত পরশু সোমবার বিয়ানীবাজার পৌর শহরে খাসা পল্লি বিদুৎ অফিসের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় আস্ত্র সহ তিন ডাকাতকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেট ডিবি পুলিশ। ঘটনাস্থলে এক ডাকাত পালিয়ে গেলেও রাতভর উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, ডাকাতদের টার্গেট ছিল উপজেলার প্রবাসী নির্ভর মুড়িয়া ইউনিয়নের কোণাগ্রামের একটি বাড়ি। যেখানে কয়েকদিন আগে দেশে ফিরেছেন ঐ প্রবাসী, খোঁজ নিয়ে জানা যায় কোনাগ্রামের এই বাড়ির পাশে আরো একাধিক প্রবাসীর বাড়ি রয়েছে যার ফলে বড় একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলো তারা। তবে পুলিশের দক্ষতায় এ যাত্রায় রক্ষা পায় এলাকাবাসী।
মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা জুনেল আহমেদ বলেন, গতকাল রাতে যখন শুনতে পাই আমাদের গ্রামে ডাকাত দলের আক্রমণ করা কথা ছিল তখন থেকে একটা ভয় কাজ করে ফলে পরিবার মিলে আমরা সবাই নির্ঘুম রাত কাটিয়েছি। তবে পুলিশ বাহিনীর তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়েছি আশা করি তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, বিয়ানীবাজার উপজেলাকে নিরাপদ রাখতে প্রতিদিন রাতে আমাদের নয়টি দল বের হয়। আমরা বিয়ানীবাজার উপজেলাকে ডাকাতমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।