বড়লেখা
বড়লেখায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে ইউনিয়ন ছাত্রদল।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মখলিছুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাক তাপাদার কানন,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফজল হুসেন,ছাত্রদলের সাবেক সভাপতি আদনান ওয়াহিদ মিশু,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বলিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সবুজ,প্রথম সদস্য জুনেদ আহমদ,বড়লেখা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তারেক মুন্না,মাজহারুল ইসলাম, আতিকুর রহমান প্রমূখ।