গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে একজনকে নগরীর কালিঘাট থেকে ও অপরজনকে উপজেলার লক্ষণাবন্দ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের মো. মছদ্দর আলীর পুত্র আব্দুল হান্নান ও লক্ষণাবন্দ ইউনিয়নের বুটিরাপাড়া গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র মোমিনুর রহমান (টেকই)।

আব্দুল হান্নানের বিরুদ্ধে ১টি সিআর সাজাসহ ৩ লক্ষ ২০ হাজার টাকার জরিমানা ও মোমিনুর রহমান (টেকই) এর বিরুদ্ধে ১টি সিআর সাজা, ১ টি ওয়ারেন্টসহ ৫ লক্ষ টাকার জরিমানা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button