বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের পল্লীতে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারের পল্লীতে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিনগত রাতে উপজেলার তিলপাড়া ইউপির দাসউরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত: লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির গৃহকর্তা ফৈয়াজুর রহমান জানান।

এলাকাবাসী জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বসতঘরের পাশে খড়ের ঘরে আগুণ লাগে। এ সময় দ্রুতগতিতে আগুণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্তণে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনে।

পরে নাশকতার অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button