বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী, আজ দুইজনের করোনা শনাক্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শুক্রবার ( ১৩ নভেম্বর) দুইজন করোনা পজিটিভের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে।
নতুন করে আক্রান্তদের মধ্যে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম গ্রামের ১ জন এবং আলীনগর ইউনিয়নের উত্তর চন্দ্রগ্রামের আরেকজন।
উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্ত ৩৭২ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরন করেছেন ২৪ জন এবং বাকীরা এখোনো চিকিতসাধীন রয়েছেন।