বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ১৬ দলের অংশগ্রহনে শুরু হচ্ছে রুমেল আহমদ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ১৬ টি দলের অংশগ্রহনে শুরু হচ্ছে রুমেল আহমদ প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট। জলঢুপ স্পোর্টস একাডেমীর ব্যবস্থাপনায় উপজেলার লাউতা ইউনিয়নের কমলাবাড়ি মাঠে আগামী ২০ নভেম্বর টুর্ণামেন্টটির উদ্বোধন হবে।
টুর্ণামেন্টে অংশগ্রহন করবে শমসেরনগর নগর ফুটবল একাডেমী কমলগঞ্জ, নুনু ফুটবল একাডেমী বালাগঞ্জ, দক্ষিন সুরমা ফুটবল একাডেমী সিলেট, বহুমুখী ফুটবল একাডেমী কানাইঘাট, ঢাকা দক্ষিন ফুটবল একাডেমী গোলাপগঞ্জ, সবুজ সংঘ ফুটবল একাডেমী গোলাপগঞ্জ, জুড়ি ফুটবল একাডেমী কুলাউড়া, বড়লেখা ফুটবল একাডেমী, সুজানগর ফুটবল একাডেমী বড়লেখা, জলঢুপ স্পোর্টস একাডেমী (অনুর্ধ্ব ১৬) ও অনুর্ধ্ব ১৮, বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ।
টুর্ণামেন্টটি দেখার আমন্ত্রন জানিয়েছেন জলঢুপ স্পোর্টস একাডেমীর জামাল আহমদ।