বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে খাল দখলমুক্ত করতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদকঃবিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নের দাসউরায় স্থানীয় ভূমিদস্যুরা অবৈধ দখলের মাধ্যমে খাল ভরাট করে সীমানা প্রাচীর নির্মানের ফলে স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় দখলদারদের অবৈধ খাল দখলের সীমানা প্রাচীর উচ্ছেদের মাধ্যমে খালমুক্ত করার দাবিতে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

বুধবার দুপুরে ইউনিয়নের ১০৩ জন নাগরিকের সাক্ষর সম্বলিত স্মারকলিপি ইউএনও মৌসুমি মাহবুব ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বরাবর প্রদান করেন তারা। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মৌসুমি মাহবুব জানান, আগামী ৩০ নভেম্বর সরেজমিন খাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকাবাসী সুত্রে জানা যায়,বিয়ানীবাজারে ৮ নং তিলপাড়া ইউনিয়নের দাসউরা মৌজার, ৩০৯২ ও টুকা মৌজার ৮৮২ নং দাগের খালের উপর দিয়ে উক্ত মৌজার বৃষ্টির প্রবাহত পানি জরা পাতা খালে সংযোগ হয়ে বারোদল নদীতে পড়তো। উক্ত খাল দিয়ে এই অঞ্চলের প্রায় ১৩০০ একর জমির পানি নিস্কাসিত হয়।কিন্তু বর্তমানে সেই খালে ভূমিদস্যুরা অবৈধ দখলের মাধ্যমে খাল ভরাট করে পাকা সীমানা প্রাচীর নির্মান করেছে।এমন অবস্থায় খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এজন্য তারা খাল দখলমুক্ত ও এলাবাসীর দূর্ভোগ লাঘবে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

এ বিষয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার জানান,স্থানীয় ভুমিখেকোরা অবৈধভাবে খাল দখল করে ভরাট করেছে।এতে এলাকাবাসী চরম দূর্ভোগে পড়েছেন।আমরা এই খাল উদ্ধারে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তিনি জানিয়েছেন আগামী ৩০ নভেম্বর খাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Back to top button