বড়লেখায় আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে ময়লার ভাগাড়

আশফাক জুনেদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় কুৃলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের আইলাপুর বাসতলা দাস পাড়া এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা একটি ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হচ্ছে দুর্গন্ধ। ফলে দূষণের শিকার হচ্ছেন রাস্তার পথচারীসহ এলাকার সাধারণ মানুষ। নাক মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে রাস্তায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
পৌর শহরের আইলাপুর বাসতলা দাস পাড়া এলাকায় পৌরসভা নিয়ন্ত্রিত ওই ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হবার কারণে প্রতিদিন কয়েকটি ইউনিয়নের প্রায় কয়েক হাজার পথচারী দূষণের শিকার হচ্ছেন। উপজেলার দাসের বাজার,নিজবাহাদুরপুর ও বর্ণি ইউনিয়নের সাধারণ মানুষের বড়লেখা শহরের সাথে যোগাযোগের এই সড়কের পাশেই ময়লার ভাগাড়টি গড়ে ওঠেছে।
প্রতিদিন পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। এ ছাড়া বিভিন্ন পঁচা ফলমূল ও দূর্গন্ধযুক্ত বর্জ্য ফেলার কারণে দূর্গন্ধ সৃষ্টি হয়।কিন্তু দুর্গন্ধ নি:ষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। বর্জ্য ফেলার পরিবেশ বান্ধব কোন পদ্ধতিও অনুসরণ করা হচ্ছে না।
বড়লেখা পৌরসভা সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা এলাকায় শাহবাজপুর- বড়লেখা রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ময়লা আবর্জনা ফেলা হতো।পরে সেখানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হওয়ায় সেখান থেকে ময়লা ফেলার স্থান সরিয়ে আনা হয়।এরপর থেকে পৌরসভার আইলাপুর বাসতলা দাসপাড়া এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলা হচ্ছে।
এ বিষয়ে বদরুল ইসলাম নামের এক যুবক বলেন,আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করি।পৌরসভা এখানে ময়লা আবর্জনা ফেলে ভাগাড় করে রেখেছে।প্রতিনিয়ত এখান থেকে দূর্গন্ধ বের হয়। যার কারণে আমরা যখন এই ময়লার ভাগাড়ের পাশ দিয়ে হেটে যাই তখন আমাদের বমি আসে।নাক চেপে রাস্তা পার হই।আমরা পৌরসভার কাছে অনুরোধ জানাবো। যেখানে মানুষের চলাচল নেই এমন জায়গায় যেনো আবর্জনা ফেলা হয়।
এ বিষয়ে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বলেন,পৌরসভার নির্দিষ্ট কোন ময়লা ফেলার জায়গা না থাকায় এই জায়গায় ফেলছি।আগে দক্ষিন শাহবাজপুরের একটি জায়গায় ফেলা হতো।পরে সেখানে বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হওয়ায় সেখান থেকে আমরা ময়লা ফেলার স্থান সরিয়ে আনি।আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি।পৌরসভার পক্ষ থেকে জায়গা কেনা হবে। কেনার পর আমরা সেখান থেকে ময়লা ফেলার স্থান সরিয়ে আনবো।