বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার পৌরশহরের রাস্তার পাশে অবৈধ ভাবে ফুটপাত দখল ও অবৈধ স্থাপদনা উচ্ছেদ করেছে বিয়ানীবাজার পৌরসভা। আজ শনিবার (৭ নভেম্বর) পৌর শহরে রাস্তার পাশে ফুটপাতে গড়ে উঠা এ সব অবৈধ স্থাপনা উচ্ছে করা হয়।

দীর্ঘ দিন থেকে রাস্তার পাশে এসব অবৈধ ফুটপাত দখলের ফলে রাস্তায় ময়লা আবর্জনা সহ সৃষ্টি হতো ভোগান্তি। এই উচ্ছেদ অভিযানের ফলে অনেকটায় ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে তাদের দাবি এই উচ্ছেদ অভিযান কর্মসূচি যেন অব্যাহত থাকে।

উল্লেখ্য, বিয়ানীবাজারে কিচেন মার্কেটে সবজি ও মাছ বাজার স্থানান্তরের পর পৌর শহরে সড়কের পাশে গড়ে উঠে অবৈধ ভ্যান সহ ফুটপাত।

Back to top button