বিয়ানীবাজারে জেলহত্যা দিবস পালন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, জাতীয় চারনেতাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হয়। কারণ এই চার নেতাকে হত্যা করা না হলেও দেশকে রাজাকার-স্বৈরশাসকদের চারণভ‚মি বানানো যেতনা। বঙ্গবন্ধু এবং জাতীয় চারনেতা ছিলেন দেশের কল্যাণে নিবেদিত। তাদের হত্যা করে দেশে একনায়কতন্ত্র এবং অনুন্নত করার পরিকল্পনা করা হয়। এখন জাতির জনকের কণ্যার নেতৃত্বে দেশ আর আগের তলাবিহীন ঝুঁড়ি নেই। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, ছালেহ আহমদ বাবুল, হারুনুর রশীদ দিপু, আবুল হোসেন খসরু, রুহুল আলম জালাল, সাহাব উদ্দিন সিহাব, হুমায়ুন কবির প্রমুখ।