বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নতুন করে করোনা আক্রান্ত আরো ৩ জন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মধ্যেখানে কিছুদিন করোনা আক্রান্তের সংখ্যা কমলেও গত দুইদিন থেকে নিয়মিত সনাক্ত হচ্ছেন করোনা আক্রান্ত রোগী। নতুন করে আরো ৩ জন করোনা আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন করে ৩ জন আক্রান্তের সংখ্যা নিয়ে বিয়ানীবাজারে মোট আক্রান্তের সংখ্যা গিয়েছে দাঁড়িয়েছে ৪১০ জনে।

নতুন করে আক্রান্তরা হলেন তিলপাড়া ইউনিয়নের গাংকুল এলাকার বাসিন্দা পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া (৫০) ও ফরিদ মিয়া (৭৫) এবং পৌরসভার সুপাতলা গ্রামের আব্দুল ওয়াদুদ (৫২)।

উল্লেখ্য, এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত ৪১০ জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন এবং উপজেলাজুড়ে মৃত্যুবরন করেছেন ২৩ জন।

Back to top button